
কাকদ্বীপ, ১৫ ডিসেম্বর (হি.স.): ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমার কাছে সোমবার সকালে ডুবে গেল একটি ভারতীয় মাছ ধরার ট্রলার। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিল ট্রলারটি। সেই সময় বাংলাদেশ নৌবাহিনীর তাড়া খেয়ে দ্রুত আসার পথে কিছুতে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এফবি পারমিতা নামে ওই ট্রলারে ছিলেন ১৬ জন মৎস্যজীবী। দুর্ঘটনার পর বঙ্গোপসাগরে ভাসতে থাকেন তাঁরা। কাছাকাছি থাকা কাকদ্বীপের অন্য ট্রলার ১১ জনকে উদ্ধার করে। এখনও নিখোঁজ ৫ জন। ট্রলারটি পাঁচ দিন আগে কাকদ্বীপ থেকে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ