
আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সোমবার আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডে আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মাণের লক্ষ্যে ভুমি পূজন অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্ত, বিশিষ্ট চিকিৎসক ডাঃ শংকর চক্রবর্তী সহ অন্যান্যরা।
জানা গেছে, এই আয়ুষ্মান আরোগ্য মন্দির গড়ে তুলতে প্রথম পর্যায়ে প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয় করা হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক ডাঃ বিশাল কুমার বলেন, এই স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে স্থানীয় কর্পোরেটর অভিষেক দত্তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ আদায় করতে সক্ষম হয়েছেন।
জেলা শাসক আরও জানান, জনগণের উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে অর্থ কিংবা কর্মী স্বল্পতার কোনও ঘাটতি রাখা হবে না। এই আয়ুষ্মান আরোগ্য মন্দির নির্মিত হলে আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ড সহ সমগ্র রামনগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ