প্রথিতযশা সাংবাদিক প্ৰফুল্ল গোবিন্দ বরুয়ার মৃত্যুতে শোকপ্রকাশ রাজ্যপালের
গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : বর্ষীয়ান সাংবাদিক, দ্য আসাম ট্রিবিউন-এর সম্পাদক তথা স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রফুল্ল গোবিন্দ বরুয়ার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। এক শোকবার্তায়
আসাম ট্রিবিউন দফতরে প্রফুল্ল গোবিন্দ বরুয়া (ফাইল ফটো)


গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : বর্ষীয়ান সাংবাদিক, দ্য আসাম ট্রিবিউন-এর সম্পাদক তথা স্বত্বাধিকারী তথা ম্যানেজিং ডিরেক্টর, পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রফুল্ল গোবিন্দ বরুয়ার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

এক শোকবার্তায় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য বলেন, দ্য আসাম ট্রিবিউন-এর স্বত্বাধিকারী পিজি বরুয়ার প্রয়াণ সংবাদ জগতের পাশাপাশি রাজ্যের সামাজিক জীবনের এক অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, প্রফুল্ল বরুয়ার দূরদর্শী নেতৃত্ব ও আজীবন অবদান অসমে দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তোলার ক্ষেত্রে এক নির্ণায়ক ভূমিকা পালন করেছে। তাঁর অনুপস্থিতি রাজ্যের সামাজিক-সাংস্কৃতিক-সাহিত্যিক এবং সাংবাদিকতার পরিসরে সর্বদা অনুভূত হবে।

রাজ্যপাল আরও বলেন, রাজ্যের প্রতি তাঁর অমূল্য সেবাকর্ম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তবে তিনি উল্লেখ করেন, প্রফুল্ল গোবিন্দ বরুয়া যে উত্তরাধিকার রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

লক্ষ্মণ প্রসাদ আচার্য প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, তাঁর অনুরাগী এবং দ্য আসাম ট্রিবিউন পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande