
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): সোমবার সর্দার বল্লভভাই প্যাটেলের প্রয়াণ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস| এই বিষয়ে জানিয়েছেন রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক|
তাঁর তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, মাননীয় রাজ্যপাল আজ থেকে ৭৫ বছর পূর্বে এই দিনে পরলোকগত ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি গভীর শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেছেন।
ভারতকে একটি ঐক্যবদ্ধ, সুদৃঢ় ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সর্দার প্যাটেলের অসামান্য ও অতুলনীয় অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সকলের সক্রিয় অংশগ্রহণে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আমাদের অগ্রযাত্রায় সর্দার প্যাটেলের আদর্শ, নেতৃত্ব ও ত্যাগ ভবিষ্যতেও আমাদের পথপ্রদর্শক হয়ে আলোকবর্তিকা রূপে বিরাজ করবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ