
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি স): বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলার সাক্ষী থেকেছেন শহরবাসী। এবার সেই ঘটনার জল গড়াল আদালতের দোরগোড়ায়।
সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের অশান্তি নিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মঙ্গলবার এর শুনানির সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এই মামলার তদন্তে রাজ্য সরকারের তৈরি সিটকে চ্যালেঞ্জ করেও আরেকটি মামলা দায়ের হয়েছে। চলতি সপ্তাহে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তার শুনানি হতে পারে।
গত ১৩ ডিসেম্বর, শনিবার মেসির সফরে কার্যত নজিরবিহীন অশান্তির ছবি উঠে এসেছে। যুবভারতী স্টেডিয়ামে ‘ফুটবল ঈশ্বর’কে একবার দেখার জন্য সাধ্যাতীত চড়া দামে টিকিট কেটেছিলেন মেসিভক্তরা। কিন্তু নির্ধারিত সময়ে দেখা গেল, মেসি মাঠে ঢুকলেও তাঁকে ঘিরে ভিআইপি-দের এতটাই ভিড় যে ফুটবলারের অবয়বটুকুও দেখা যায়নি। ফলে জনবিক্ষোভ নিমেষের মধ্যে কার্যত বিস্ফোরণ ঘটায় যুবভারতীতে। দামি টিকিট থাকা সত্ত্বেও প্রিয় ফুটবলারকে দেখতে না পেয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ে উন্মত্ত জনতা তাণ্ডব চালায়। চেয়ার ভাঙচুর, জলের বোতল ছোড়া, ব্যানার-পোস্টার টেনে খুলে ফেলার মতো অপ্রীতিকর সমস্ত ঘটনা ঘটে যায় কয়েক মুহূর্তের মধ্যে।
এর দায় গিয়ে বর্তায় উদ্যোক্তা সংস্থার উপর। সেসময় মেসির সঙ্গে হায়দরাবাদের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। জনরোষ সামলাতে তাঁকে দমদম বিমানবন্দর থেকে প্রথমে আটক করে পুলিশ। পরে সিআইএসএফের সহযোগিতায় গ্রেফতার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত