
অশোক সেনগুপ্ত
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : মেসিকাণ্ডে তুমুল সমালোচিত অভিনেত্রী শুভশ্রীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। সোমবার ইমনকে কটাক্ষ করে বিবৃতি দিলেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতরের অধীন অ্যাসোসিয়েট প্রফেসর নন্দিতা বাগচি।
নন্দিতাদেবী লিখেছেন, “মেসির সঙ্গে ছবি তোলায় বিরূপ সমালোচনার সম্মুখীন শুভশ্রী, কারণ তিনি মেয়ে - দাবি তাঁর স্বামী, বন্ধু ইমন ইত্যাদির।
যে মেয়েরা, যে মেয়েদের পরিবারভুক্ত মেয়ে, পুরুষ, সবল, দুর্বল, বৃদ্ধ, অশক্ত মেসি-নেশাগ্ৰস্ত সদস্যরা নীতি নিয়মহীন দাম দিয়ে টিকিট কিনে, ব্ল্যাকে জলটল কিনে নেতা, তারকার দাপটে মেসির ত্রিসীমানায় ঘেঁষতে পারলেন না, সেই মেয়েদের স্বপক্ষে ইমনাদির বক্তব্য?
রাজনৈতিক পরিচিতি নেই, এমন মেয়েরা অগ্রাধিকার পেয়েছিলেন, মেসির সঙ্গে সেলফি তোলার? পাননি তো! নিজে মেয়ে বলে অন্য মেয়েদের সুযোগসুবিধাও তো দেখেননি।
তাহলে বোঝা গেল, মেয়ে বলে মোটেই শুভশ্রী trolled হননি। ক্ষমতার জোরে জনতাকে বিপর্যস্ত করার জন্য হয়েছেন, যেমন অন্য পুরুষ মন্ত্রীসান্ত্রীরা হয়েছেন।
লিঙ্গ নিয়ে সস্তা রাজনীতি করাটা সস্তা মানসিকতার পরিচায়ক।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত