খাবারের খোঁজে গ্রামে ঢুকে রাতভর তাণ্ডব, অল্পের জন্য রক্ষা বৃদ্ধের প্রাণ
ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর (হি.স.) : খাবারের সন্ধানে গ্রামে ঢুকে রাতভর তাণ্ডব চালাল একটি দাঁতাল হাতি। ভাঙচুর হল একাধিক বাড়িঘর, নষ্ট হল ধান ও অন্যান্য ফসল। অল্পের জন্য প্রাণে বাঁচেন এক বৃদ্ধ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রবিবার গভীর রাতে সাঁকরাইল ব
খাবারের খোঁজে গ্রামে ঢুকে রাতভর তাণ্ডব, অল্পের জন্য রক্ষা বৃদ্ধের প্রাণ


ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর (হি.স.) : খাবারের সন্ধানে গ্রামে ঢুকে রাতভর তাণ্ডব চালাল একটি দাঁতাল হাতি। ভাঙচুর হল একাধিক বাড়িঘর, নষ্ট হল ধান ও অন্যান্য ফসল। অল্পের জন্য প্রাণে বাঁচেন এক বৃদ্ধ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

রবিবার গভীর রাতে সাঁকরাইল ব্লকের ছোলাখালি পূর্বপাড়া এলাকায় হাতিটি ঢুকে পড়ে। একটি বাড়িতে ভাঙচুরের সময় ওই ঘরেই ঘুমিয়ে ছিলেন এক বৃদ্ধ। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে সেখান থেকে উদ্ধার করেন। হাতিটি বাড়ির উঠোনে রাখা ধান ও ফসল খেয়ে এবং পায়ে মাড়িয়ে ব্যাপক ক্ষতি করে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’-তিন দিন ধরেই এলাকায় হাতিটির বিচরণ। বাসিন্দাদের অভিযোগ, বনদফতর এখনও হাতিটিকে সরানোর কার্যকর ব্যবস্থা নেয়নি। উল্লেখ্য, কয়েক দিন আগেই সাঁকরাইলের কুলটিকরি এলাকায় হাতির হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়।

বাসিন্দাদের দাবি, বছরের পর বছর ধরে হাতির উপদ্রব চললেও ক্ষয়ক্ষতির তুলনায় ক্ষতিপূরণ অত্যন্ত কম। এতে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande