
গুয়াহাটি, ১৫ ডিসেম্বর (হি.স.) : চলে গেছেন বিশিষ্ট সাংবাদিক, বহুল প্ৰচারিত ‘দ্য আসাম ট্ৰিবিউন’-এর স্বত্বাধিকারী পদ্মশ্রীপ্রাপ্ত প্ৰফুল্ল গোবিন্দ বরুয়া। গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় গুয়াহাটির বেসরকারি অ্যাপলো হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। বিশিষ্ট সাংবাদিকের মৃত্যুতে শোক প্ৰকাশ করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শর্মা।
জানা গেছে, বাৰ্ধক্যজনিত কারণে জীবনাবসান ঘটেছে ‘সিংহপুরুষ’ রাধাগোবিন্দ বরুয়া সুযোগ্য সন্তান প্ৰফুল্ল গোবিন্দ বরুয়ার। তিনি দ্য আসাম ট্ৰিবিউন গ্ৰুপের পরিচালন সঞ্চালকও ছিলেন।
সাংবাদিকতা, শিক্ষা এবং সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তদানীন্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে ভারতের চতুর্থ অসামরিক সম্মান পদ্মশ্ৰী লাভ করেছিলেন প্রফুল্ল গোবিন্দ বরুয়া। এচাড়া গত ৩ ফেব্ৰুয়ারি কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবৰ্তন অনুষ্ঠানে প্ৰফুল্ল গোবিন্দ বরুয়াকে ডক্টরেট ডিগ্ৰি প্ৰদান করা হয়েছিল৷
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস