লোকসভায় ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান’ বিল পেশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : উচ্চশিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ সহজ করতে সোমবার লোকসভায় ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫’ পেশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকার এই বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি (জিপিসি)-তে
লোকসভায় ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান’ বিল পেশ করলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : উচ্চশিক্ষা ব্যবস্থায় নিয়ন্ত্রণ সহজ করতে সোমবার লোকসভায় ‘বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান বিল, ২০২৫’ পেশ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকার এই বিলটি পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি (জিপিসি)-তে পাঠানোর প্রস্তাব দিয়েছে।

শিক্ষামন্ত্রীর বক্তব্য, প্রস্তাবিত আইনটির লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্তশাসিত, স্বচ্ছ ও মানসম্পন্ন করে তোলা। এই বিলের মাধ্যমে একটি শীর্ষ সংস্থা—বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান এবং তার অধীনে তিনটি পরিষদ গঠন করা হবে।

এই তিন পরিষদ হল

১)বিকশিত ভারত শিক্ষা নিয়ন্ত্রণ পরিষদ

২) বিকশিত ভারত শিক্ষা গুণমান পরিষদ

৩)বিকশিত ভারত শিক্ষা মান নির্ধারণ পরিষদ

নতুন কাঠামোর লক্ষ্য শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ নিশ্চিত করা এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমন্বয় গড়ে তোলা। বিল কার্যকর হলে ইউজিসি আইন, এআইসিটিই আইন ও এনসিটিই আইন বাতিল করার প্রস্তাব রয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, বহু সাংসদ বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছেন। সে কারণেই সরকার এটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠাতে চাইছে।

বিলে ডিজিটাল একক জানালা ব্যবস্থা, স্বচ্ছ স্বীকৃতি প্রক্রিয়া, বহুমুখী শিক্ষাব্যবস্থা ও দক্ষতা উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। লক্ষ্য হল শিক্ষার্থীদের দক্ষ, আত্মনির্ভর ও উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তোলা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande