
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশনে সোমবার তুলকালাম উভয় কক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে অভদ্র ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে সরব হন বিজেপি সাংসদরা। তুমুল হইহট্টগোল হয় লোকসভা ও রাজ্যসভায়। লোকসভা দুপুর ২টো এবং রাজ্যসভা দুপুর বারোটা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।
রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা বলেন, গতকাল কংগ্রেসের সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য সোনিয়া গান্ধীজির দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেন, গতকাল কংগ্রেসের সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। এটি কংগ্রেস দলের চিন্তাভাবনা এবং মানসিকতা প্রকাশ করে। একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের কথা বলা নিন্দনীয়। এর জন্য সোনিয়া গান্ধীজির দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ