তৃণমূল নেতার ভাইয়ের খুনের ঘটনায় চাঞ্চল্য ফরাক্কায়
মুর্শিদাবাদ, ১৫ ডিসেম্বর (হি.স.): প্রথমে গুলি৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা! দেহ দেখে এমনটাই অনুমান পুলিশের৷ মৃতের নাম আলম শেখ (৪৬)। রবিবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। বাড়ি ফরাক্কার থানার অন্তর্গত জোড়পুকুরিয়া এ
তৃণমূল নেতার ভাইয়ের খুনের ঘটনায় চাঞ্চল্য ফরাক্কায়


মুর্শিদাবাদ, ১৫ ডিসেম্বর (হি.স.): প্রথমে গুলি৷ তারপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ মারে দুষ্কৃতীরা! দেহ দেখে এমনটাই অনুমান পুলিশের৷ মৃতের নাম আলম শেখ (৪৬)। রবিবার রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

বাড়ি ফরাক্কার থানার অন্তর্গত জোড়পুকুরিয়া এলাকায়। তাঁর দাদা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নবী শেখ৷

রবিবার রাতে ফরাক্কার কেদুয়ার এনটিপিসির অ্যাশপন্ড এলাকা থেকে ক্ষতবিক্ষত ওই দেহ উদ্ধারের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়।

জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তি নিজেও সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন৷

ফরাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন বলেন, পুরাতন শত্রুতার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এর সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। দুষ্কৃতীদের হেফাজতে নেওয়ার জন্য পুলিশ তৎপরতা শুরু করেছে। এলাকা আপাতত শান্ত।

পরিবার সূত্রে খবর, মৃত আলম শেখ ফরাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের অ্যাশপন্ড এলাকায় পাহারা দিতেন। পাশাপাশি, অ্যাশপন্ডে পাইপও সরবরাহ করতেন। এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসাবেই পরিচিত ছিলেন তিনি।

প্রতিদিনের মতো রবিবার রাতেও বাড়ি থেকে বেরিয়ে অ্যাশপন্ড এলাকায় রাতে কাজে যান আলম। তারপর গভীর রাতে তাঁর ক্ষতবিক্ষত দেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। তিনিই পরিবারের লোকজনদের খবর দেন বলে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande