বিজেপির কার্যকরী সভাপতি পদের দায়িত্ব নিলেন নীতিন নবীন
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): বিজেপির কার্যকরী সভাপতি পদের দায়িত্ব নিলেন নীতিন নবীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং অন্যান্য দলীয় নেতাদের উপস্থিতিতে দিল্লিতে দলীয় সদর দফতরে দায়িত্ব গ্রহণ করেন বিজেপ
বিজেপির কার্যকরী সভাপতি পদের দায়িত্ব নিলেন নীতিন নবীন


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): বিজেপির কার্যকরী সভাপতি পদের দায়িত্ব নিলেন নীতিন নবীন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এবং অন্যান্য দলীয় নেতাদের উপস্থিতিতে দিল্লিতে দলীয় সদর দফতরে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির নবনিযুক্ত কার্যকরী সভাপতি নীতিন নবীন। দলীয় কার্যালয়ে এদিন নীতিনকে অভিবাদন জানানো হয়।

রবিবার বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিতিন নবীনের নাম ঘোষণা করা হয়। দলের সংসদীয় বোর্ড রবিবার বিহারের নেতা তথা সে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতিনকে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়। দেড় বছর আগে কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার বিজেপি দলনেতা হিসাবে দায়িত্ব নেওয়া জেপি নাড্ডাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদ ছাড়তে হবে বলে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। বিজেপি সূত্রের দাবি, কার্যকরী সভাপতি পদে নীতিনের নিয়োগ স্পষ্ট করে দিল যে, নড্ডার মেয়াদ আরও কিছুটা বাড়ল।

৪৫ বছরের নীতিন ২০১৯ সাল পর্যন্ত বিহার প্রদেশ যুব মোর্চার সভাপতি ছিলেন। তবে নির্বাচনী রাজনীতিতে রয়েছেন অনেক আগে থেকেই ২০০৬ সাল থেকে তিনি বিধায়ক হিসাবে একটানা বিহার বিধানসভায় রয়েছেন। প্রথম বার জিতেছিলেন পাটনা পশ্চিম বিধানসভা আসন থেকে। তার পর থেকে একটানা চার বার বাঁকিপুর আসন থেকে জিতছেন। ২০২১ সাল থেকে বিহারে মন্ত্রিত্বও সামলাচ্ছেন। এই মুহূর্তে তাঁর হাতে বিহারের সড়ক নির্মাণের মতো গুরুত্বপূর্ণ দফতর রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande