
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি. স. ) : উত্তর ২৪ পরগনার অশোকনগর থেকে প্রাকৃতিক তেল ও গ্যাস তোলার ব্যাপারে বড় আশার কথা শোনালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। সোমবার রাজ্যসভায় এই বিষয়টি তোলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে আবিষ্কৃত তেল ভান্ডারের সম্ভাব্য আর্থিক মূল্য ৪৫ হাজার কোটি টাকা। এই আবিষ্কার রাজ্য ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
সংসদে উত্থাপিত শমীকবাবুর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী জানিয়েছেন। এ ব্যাপারে ৯ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিয়ো পেশ করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি-র মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে।
শমীকবাবুর সোজাসুজি প্রশ্ন ছিল, অশোকনগর থেকে তেল তুলতে এত দেরি হচ্ছে কেন? তারই জবাবে হরদীপ পুরী জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে এ মাসের ১০ ও ১২ তারিখ কেন্দ্রের চিঠি আদানপ্রদান হয়েছে। অশোকনগরে যে পরিমাণ তেল রয়েছে তার বাজারমূল্য প্রায় ৪৫ হাজার কোটি টাকা। এর মধ্যে রাজ্য সরকার পাবে ৪৫০০ টাকা। কয়েক সপ্তাহের মধ্যেই বলা যাবে যে, কবে থেকে তেল তোলা যাবে।
এদিন সংসদে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, তেল তোলা তথা অয়েল এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন, সহজ কাজ নয়। ওএনজিসি এরই মধ্যে অশোকনগরে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সেখানে ২৪ কোটি ব্যারেল তেল রয়েছে। এর ৩০ শতাংশও যদি তোলা যায়, তাহলে তার মূল্য দাঁড়াবে ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগের উপর ফেরত বিপুল। মানে কষ্টেসৃষ্টে একবার তেল তোলা শুরু করে দিতে পারলে আনন্দই আনন্দ।
অশোকনগরের তৈলক্ষেত্র থেকে তেল তোলার ব্যাপারে ২০০৮ সালে চুক্তি হয়েছিল। তার দশ বছর পর ২০১৮ সালে পেট্রোলিয়াম ও মাইনিং লিজ চুক্তি হয়। এ বছর ২৪ ফেব্রুয়ারি অশোকনগরে ওএনজিসি-র বৃহৎ তেল খনন প্রকল্পে ছাড়পত্র দেয় রাজ্য সরকার। কেন্দ্র আগেই আশোকনগরের জন্য মাইনিং লিজে অনুমোদন দিয়েছিল। এই লিজ নতুন অনুসন্ধান লাইসেন্স নীতি-র আওতায় পড়বে।
লিজের জন্য রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটি পাবে। লিজের মেয়াদ ৩০ বছর, সুতরাং এক সঙ্গে ৩০ বছরের জন্যই স্ট্যাম্প ডিউটি পাবে রাজ্য। স্ট্যাম্প ডিউটি কত হবে তা রয়্যালটির উপর নির্ভর করবে। আর কয়েক সপ্তাহের মধ্যেই বলা যাবে যে কবে থেকে অশোকনগরে তেল তোলা শুরু হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত