
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার দ্য আসাম ট্রিবিউন গোষ্ঠীর সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর পিজি বড়ুয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “দ্য আসাম ট্রিবিউন গোষ্ঠীর সম্পাদক ও ম্যানেজিং ডিরেক্টর শ্রী পিজি বড়ুয়ার প্রয়াণে আমি শোকাহত। সংবাদ মাধ্যম জগতে তাঁর অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আসামের উন্নয়ন এবং রাজ্যের সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি উৎসাহী ছিলেন। তাঁর পরিবার পরিজন ও গুণমুগ্ধদের সমবেদনা জানাই। ওঁ শান্তি”।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ