ভারতীয় স্কোয়াশ দলকে অভিনন্দন নরেন্দ্র মোদীর
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি স): স্পোর্টস ডেভলপমেন্ট অথরিটি অফ তামিলনাডু (এসডিএটি) আয়োজিত বিশ্বকাপ স্কোয়াশ প্রতিযোগিতায় জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “২০২৫ সালের এসডিএটি স্ক
ভারতীয় স্কোয়াশ দলকে অভিনন্দন নরেন্দ্র মোদীর


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি স): স্পোর্টস ডেভলপমেন্ট অথরিটি অফ তামিলনাডু (এসডিএটি) আয়োজিত বিশ্বকাপ স্কোয়াশ প্রতিযোগিতায় জয়ের জন্য ভারতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “২০২৫ সালের এসডিএটি স্কোয়াশ বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি এবং প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য ভারতীয় স্কোয়াশ দলকে অভিনন্দন!

জোশনা চিন্নাপ্পা, অভয় সিং, ভেলাভান সেন্থিল কুমার এবং অনাহত সিং অসাধারণ নিষ্ঠা এবং দৃঢ়তা প্রদর্শন করেছেন। তাঁদের সাফল্য সমগ্র জাতিকে গর্বিত করেছে। এই জয় আমাদের তরুণদের মধ্যে স্কোয়াশের জনপ্রিয়তাও বাড়িয়ে তুলবে।”

প্রসঙ্গত, চেন্নাইয়ের এক্সপ্রেস অ্যাভিনিউ মলে দেশীয় কোর্টে শীর্ষ বাছাই হংকংকে হারিয়ে আয়োজক ভারতকে রবিবার এসডিএটি স্কোয়াশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande