
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তিন দেশ সফর শুরু করেছেন। সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী জর্ডনে পৌঁছন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনারে অভিবাদন জানানো হয়। আম্মানে হোটেলে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে জমকালো স্বাগত জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, আম্মানে অবতরণ করলাম। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী জাফর হাসানের প্রতি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, এই সফর আমাদের দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ