
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগ করার প্রস্তাব সম্বলিত একটি সংশোধনী বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খারিজ করে দিয়েছেন।
লোকভবন সূত্রে খবর, বিধানসভায় গৃহীত হওয়ার পর ২০২৪ সালের ২০ এপ্রিল রাজ্যপাল ওই বিলটি রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত করেছিলেন। একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিলটিও রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। ওই বিলেও রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আমির-ই-জামিয়া বা আচার্য করার প্রস্তাব ছিল। বিল দুটি ফেরত পাঠিয়ে রাষ্ট্রপতি ভবনের তরফে অনুমোদন না দেওয়ার কথা জানানো হয়েছে। ফলে সংশ্লিষ্ট বিল দুটিকে আইন হিসেবে কার্যকর করা যাবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ