
ঝাড়গ্রাম, ১৫ ডিসেম্বর (হি.স.) : দুই নাবালিকা স্কুলছাত্রীকে নিগ্রহের অভিযোগে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার এসএফআই ও এবিভিপি-র তরফে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাণিকপাড়া এলাকায় মিছিল করে সংশ্লিষ্ট স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং পরে প্রধান শিক্ষককে ডেপুটেশন জমা দেওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যালয় পরিচালন সমিতির নির্বাচন চালু করতে হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এসএফআই সম্পাদক মধুশ্রী মজুমদার, জেলা সভাপতি রজত ঘোষ-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।
উল্লেখ্য, বিগত শনিবার মাণিকপাড়ার একটি হাইস্কুলের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে দুই নাবালিকা ছাত্রীকে স্কুলে ডেকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। রবিবার নিগৃহীতদের পরিবারের তরফে মাণিকপাড়া ফাঁড়ি ও ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
সোমবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, ঘটনার পর তাঁরা গভীরভাবে মর্মাহত এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো