রাহুলকে বিশেষ পরামর্শ শমীক ভট্টাচার্যর
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিশেষ বার্তা দিলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, কেন্দ্রীয় স্ব
রাহুলকে বিশেষ পরামর্শ শমীক ভট্টাচার্যর


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করে বিশেষ বার্তা দিলেন বিজেপি সাংসদ তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে বক্তব্য রাখেন, রাহুল গান্ধী সবার আগে পালিয়ে যান।

'ভোট চুরি'-র স্লোগানে কংগ্রেসের মেগা সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার বিষয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে বক্তব্য রাখছিলেন, তখন তারা পালিয়ে যায়, এবং রাহুল গান্ধীই প্রথম পালিয়ে যান। রাহুল গান্ধীর কাছে আমার একটি বিনীত অনুরোধ: দয়া করে পশ্চিমবঙ্গে যান, অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে যান, তাঁর সঙ্গে চা খান এবং তাঁকে জিজ্ঞাসা করুন কেন তিনি এই বক্তব্য রেখেছেন যে, পশ্চিমবঙ্গে ভোট চুরি নয়, ভোট ডাকাতি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande