
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে জানিয়েছেন শমীক ভট্টাচার্য|
সোমবার এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন শমীক। সেখানে তিনি জানিয়েছেন, ঝাড়খণ্ডের রাজ্যসভা সাংসদ দীপক প্রকাশকে নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরর সঙ্গে দেখা করেছেন। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন নিয়ে অমিত শাহের সঙ্গে তাঁদের কথা হয়েছে বলে পোস্টে জানিয়েছেন শমীক।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ