
পাটনা, ১৫ ডিসেম্বর (হি.স.): বিহারে বিজেপির নতুন রাজ্য সভাপতি নিযুক্ত হলেন বিধায়ক সঞ্জয় সরাওগি। সোমবার পাটনায় দলের তরফে তাঁকে সংবর্ধনা জানানো হয়। বিহারে দলের বড় দায়িত্ব পেয়ে সঞ্জয় বলেন, দল আমার মায়ের মতো, এবং আমি অবশ্যই সততা, আনুগত্য এবং ধৈর্যের সঙ্গে দলকে শক্তিশালী করার জন্য কাজ করব।
বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এদিন সঞ্জয় সরাওগির সঙ্গে দেখা করেছেন এবং বিহারে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ