
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি স): উত্তর-পূর্ব ভারতের একটি নামী সংবাদমাধ্যম গোষ্ঠীর সম্পাদকের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী এক্সবার্তায় লিখেছেন, “দ্য অসম ট্রিবিউন গ্রুপের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক পি জি বড়ুয়া জির মৃত্যুতে আমি শোকাহত। সাংবাদিকতার মাধ্যমে অসমের সংস্কৃতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং প্রচারের জন্য তাঁর প্রচেষ্টা মানুষকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবারের সদস্য, দ্য অসম ট্রিবিউন গ্রুপ এবং তাঁর অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত