সোমবার থেকে শুরু ১০১তম তানসেন সঙ্গীত সমারোহ
গোয়ালিয়র, ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব তানসেন সঙ্গীত সমারোহ| তার ১০১তম সমারোহ সোমবার থেকে শুরু হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীরা সুরের মূর্ছনায় শ্রদ্ধাঞ
সোমবার থেকে শুরু ১০১তম তানসেন সঙ্গীত সমারোহ


গোয়ালিয়র, ১৫ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ উৎসব তানসেন সঙ্গীত সমারোহ| তার ১০১তম সমারোহ সোমবার থেকে শুরু হচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পীরা সুরের মূর্ছনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন তানসেনের স্মৃতিতে।

সকালেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সূচনা হবে। সন্ধ্যায় গোয়ালিয়র দুর্গের চতুর্ভুজ মন্দিরের আদলে নির্মিত মঞ্চে হবে মূল অনুষ্ঠানের উদ্বোধন। এই উপলক্ষে ২০২৪ সালের তানসেন অলংকরণ প্রদান করা হবে পণ্ডিত রাজা কালে-কে এবং ২০২৫ সালের জন্য পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে। পাশাপাশি রাজা মানসিংহ তোমর সম্মান প্রদান করা হবে সাধনা পরমার্থিক প্রতিষ্ঠান ও রাগায়ণ সঙ্গীত সমিতিকে।

উৎসব চলাকালীন মোট ১০টি সঙ্গীত সভা অনুষ্ঠিত হবে। তানসেন সমাধি ক্ষেত্র ছাড়াও বটেশ্বর, তানসেনের জন্মস্থান ও গুজরি মহল প্রাঙ্গণে সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande