
লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.): পিকনিক সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁদের আর এক বন্ধু। উত্তর প্রদেশের কৌশাম্বী জেলার ঘটনা।
সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মোটরবাইকে চেপে রবিবার গভীর রাতে বাড়ি ফিরছিলেন ওই চার যুবক। মাঝ রাস্তায় একটি ট্র্যাক্টর ধাক্কা মারে তাঁদের। অ্যাম্বুল্যান্স জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি জীতেন্দ্র রবিদাস (২২), অনিল (২১) এবং ধর্মশীল (২০) নামে তিন যুবককে। ট্র্যাক্টর চালক পলাতক। তাঁর সন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ