শুভশ্রীকে ট্রোল নিয়ে পরিচালক রাজের হুঁশিয়ারি, কড়া প্রতিক্রিয়া নেটনাগরিকদের
অশোক সেনগুপ্ত কলকাতা, ১৫ ডিসেম্বর (হি স)। ''সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে...'', মেসিকান্ডে শুভশ্রীকে ট্রোল নিয়ে তাঁর স্বামী, তৃণমূল জনপ্রতিনিধি ও চলচ্চিত্র পরিচালক রাজের এই হুঁশিয়ারি এবং থানায় লিখিত অভিযোগের পোস্ট প্রকাশ্যে আসার পর ব্য
শুভশ্রীকে ট্রোল নিয়ে পরিচালক রাজের হুঁশিয়ারি, কড়া প্রতিক্রিয়া নেটনাগরিকদের


অশোক সেনগুপ্ত

কলকাতা, ১৫ ডিসেম্বর (হি স)। 'সবাইকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে...', মেসিকান্ডে শুভশ্রীকে ট্রোল নিয়ে তাঁর স্বামী, তৃণমূল জনপ্রতিনিধি ও চলচ্চিত্র পরিচালক রাজের এই হুঁশিয়ারি এবং থানায় লিখিত অভিযোগের

পোস্ট প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

একটি সংবাদ চ্যানেলে খবরটি প্রকাশিত হওয়ার দু’ঘন্টা বাদে, সোমবার বেলা তিনটেয় প্রতিক্রিয়া এসেছে ৯৪৩টি। বিশিষ্ট আলোকচিত্রী বিকাশ দাস লিখেছেন, “হরিদাস কি গাছে ফলে !!” নয়ন দাশগুপ্ত লিখেছেন, “নিক নিক, ব্যবস্থা নিক। ভয় পাইয়ে লাভ নেই।”

এমস ভুবনেশ্বরের উপাসনা ব্যানার্জী প্রতিক্রিয়ায় লিখেছেন, “অভিনেত্রী হিসেবে শুভশ্রী একদমই খাজা। শুধুমাত্র ওর বর সাউথ আর বলিউড এর ভালো ভালো সিনেমা গুলো ধরে জেরক্স মারে বলে আর শাসক দলের বিধায়ক বলে ও ভাও পায়। লোকে টাকা খরচ করে মেসিকে দেখতে গেছিল। শুভশ্রী বা অরূপ বিশ্বাসকে না। এটা বোঝা উচিত। এফআইআর করলেই তো হলো না! আগে বুদ্ধি দিয়ে বিবেচনা করা উচিত যে মানুষ হাজার হাজার টাকা ওর বউ এর মেসির সঙ্গে ফটো তোলার জন্য খরচ করে নি। হায়দ্রাবাদ মুম্বাইয়ের অনুষ্ঠান এত ভালো হলো অথচ পশ্চিমবঙ্গে এইরকম অবস্থা হলো কেন?

মনিমালা মন্ডল লিখেছেন, “শুভশ্রী গাঙ্গুলিকে কাছ থেকে দেখার জন্য Messi ও বাংলার মানুষের মধ্যে যে উন্মাদনা যুবভারতীতে দেখলাম তা অবিশ্বাস্য...”। ”প্রশান্ত পাইন লিখেছেন, “রাজবাবু, ক্ষমতা ক্ষনস্থায়ী মাথায় রাখবেন! বয়স বেশী নয়, অনেকদিন বাঁচবেন। এটা মাথায় রাখবেন!”

লীনা দত্ত লিখেছেন, “কিছু তো একটা করতে হবে! পাওয়ার আছে... জানে সঙ্গে সঙ্গে কাজ হবে! মিডিয়াও সাথে থাকবে, করতেই পারে!

আইনজীবী শ্রেষ্ঠা অধিকারী লিখেছেন, “এইটুকুর জন্যে তাড়াতাড়ি আইনি ব্যবস্থা নেবে রাজ্য। আর এত এত ক্রাইম ঢাকা, চাপা হয়ে পড়ে আছে। রাজ্যের উন্নতি দেখে খুব খুশি হলাম।”

শেখ শুভ লিখেছেন, “রাজ্যের কাজে এভাবে মন দিন তাহলে হয়তো রাজ্যটার কিছু উন্নতি হলেও হতে পারে।” সংগ্রাম দাস লিখেছেন, “আজ ক্ষমতা আছে করো সময় সব ফিরিয়ে দেয় অপেক্ষা করো!” অনির্বান সরকার লিখেছেন, “দু’টাকার জেরক্স মেশিন - তার আবার এফআইআর!” সৌম্য মণ্ডল প্রশ্ন তুলেছেন, “এই ঘটনা নিয়ে একটা মুভি করলে কেমন হয় রাজকাকু?”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande