
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স): মেসিকে দেখতে না পেয়ে গত শনিবার অশান্ত হয়ে ওঠে যুবভারতী ক্রীড়াঙ্গন। সল্টলেকের এই ক্রীড়াঙ্গনে চলে ভাঙচুর। সেই ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগেরবাজার থেকে ওই দু’জনকে পাকড়াও করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ। ধৃতদের নাম গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। পুলিশ সূত্রে খবর, যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এই দু’জনকে। সেই সূত্র ধরেই নাগেরবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
ফুটবল তারকা লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে শনিবার দৃশ্যত তাণ্ডব চলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে। মেসি, সুয়ারেজ়, ডি’পলেরা স্টেডিয়ামে গিয়েছিলেন ঠিকই। কিন্তু স্বল্প সময় থাকার পরেই স্টেডিয়াম থেকে বেরিয়ে যান তাঁরা। যে সময়টুকু মেসিরা স্টেডিয়ামে ছিলেন, পুরো সময়টাই তাঁদের ঘিরে একটি জটলা হয়ে ছিল। সেই জটলার মধ্যে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। তাতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ