বাঁকুড়ার জঙ্গল থেকে উদ্ধার জোড়া ঝুলন্ত দেহ
বাঁকুড়া, ১৫ ডিসেম্বর (হি.স.): জঙ্গলের মধ্যে একই গাছের ডাল থেকে পুরুষ ও মহিলার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার দুপুরে বাঁকুড়া জেলার সোনামুখীর কল্যাণপুর লাগোয়া জঙ্গলে দেহ দু''টি দেখতে পাওয়া যায়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে সোনামুখী গ্রামী
বাঁকুড়ার জঙ্গল থেকে উদ্ধার জোড়া ঝুলন্ত দেহ


বাঁকুড়া, ১৫ ডিসেম্বর (হি.স.): জঙ্গলের মধ্যে একই গাছের ডাল থেকে পুরুষ ও মহিলার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল। সোমবার দুপুরে বাঁকুড়া জেলার সোনামুখীর কল্যাণপুর লাগোয়া জঙ্গলে দেহ দু'টি দেখতে পাওয়া যায়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, দু'জনেই বিবাহিত। তাঁদের সন্তান রয়েছে। সোনামুখী ব্লক এলাকায় তাঁদের বাড়ি। স্থানীয়দের দাবি, কয়েকদিন ধরে দু'জনে নিখোঁজ ছিলেন। মৃত যুবকের স্ত্রী সোনামুখী থানায় নিখোঁজের ডায়েরি করেছিলেন। পুলিশ জানিয়েছে, দেহ দু'টি বিষ্ণুপুর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande