নালা থেকে উদ্ধার পচাগলা দেহ, তদন্তে পুলিশ
সম্বল, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সম্বল জেলায় নালা থেকে পচাগলা দেহ উদ্ধার। সোমবার চন্দৌসি থানার অন্তর্গত এলাকার একটি নালা থেকে আনুমানিক ১৫–২০ দিনের পুরনো বিকৃত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটির হাত-পা কাটা এবং মাথা নেই। ঘট
নালা থেকে উদ্ধার পচাগলা দেহ, তদন্তে পুলিশ


সম্বল, ১৫ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের সম্বল জেলায় নালা থেকে পচাগলা দেহ উদ্ধার। সোমবার চন্দৌসি থানার অন্তর্গত এলাকার একটি নালা থেকে আনুমানিক ১৫–২০ দিনের পুরনো বিকৃত অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটির হাত-পা কাটা এবং মাথা নেই। ঘটনাস্থল থেকে একটি ব্যাগও উদ্ধার হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার সূত্র খুঁজতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande