

হাইলাকান্দি (অসম), ১৫ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলা এসএইচজি সদস্যদের উৎপাদিত সামগ্রী বিপণনের জন্য উদ্যোম সমাগম নামক এসএইচজি মেলা আজ সোমবার থেকে শুরু হয়েছে।
হাইলাকান্দি জেলা সদরে অবস্থিত এসএস কলেজ চত্বরে জেলা শিল্প ও বাণিজ্য কেন্দ্র (ডিআইসিসি) এবং আসাম স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এএসআইডিসিএল)-এর যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী উদ্যোম সমাগমের উদ্বোধন করেন দুই অতিরিক্ত জেলাশাসক (এডিসি) অন্তরা সেন এবং ড. খালেদা সুলতানা।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে অতিরিক্ত জেলাশাসক ড. খালেদা সুলতানা জেলার এসএইচজি সদস্যদের উৎপাদিত সামগ্রীগুলিকে উৎসাহ দিতে এবং এগুলির বাজারজাতের জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করতে ক্রেতা সাধারণের প্রতি আবেদন জানান। এই সমাগমে ৫২টি স্টল অংশ নিয়েছে। এতে সূক্ষ্ম, ক্ষুদ্র এবং লঘু শিল্পক্ষেত্রে উৎপাদিত সামগ্রী সহ স্টার্টআপ প্রোডাক্ট, কারিগর এবং স্বনির্ভর গোষ্ঠীর বিভিন্ন উদ্ভাবনীমূলক পণ্য প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীতে জেলায় বৈচিত্র্য প্রতিফলিত হচ্ছে। জেলা কমিশনার অভিষেক জৈন বিকালে সমাগম পরিদর্শন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন এডিসি অন্তরা সেন, ড. রতন কুমার, ঝনাদি লাংথাসা, নুরুল আমিন, শহিদুর রহমান, স্বপন ভট্টাচার্য, মুন স্বর্ণকার, ড. মিলন দাস, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস