
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশের বিজয় দিবস উদযাপনে সোমবার কলকাতায় লোকভবনে এক অনুষ্ঠানের আয়োজন হয়। মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছিল তৎকালীন পশ্চিম পাকিস্তান। জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। সেই থেকে এই দিনটি বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালন হচ্ছে। সেই উপলক্ষে এ দিন বাংলাদেশের একাধিক মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবারের সদস্য, সেনাবাহিনীর প্রতিনিধিরা লোক ভবনে আসেন। তাঁদের সম্মান জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে আজকের বিজয় দিবসে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিক স্বাগত জানাই। আপনাদের সাহস, আত্মত্যাগ ও অটল সংকল্পের ফলেই ১৯৭১ সালে একটি স্বাধীন বাংলাদেশের জন্ম সম্ভব হয়েছিল। বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা সহজে আসে না, তা অর্জন করে নিতে হয় ত্যাগ, শৃঙ্খলা ও ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে।
রাজ্যপাল আরও বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের গভীর বন্ধনে আবদ্ধ। মুক্তিযুদ্ধের সময় এই ভূখণ্ড লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় ও সহানুভূতি দিয়েছিল, যা আজও আমাদের গর্ব। মুক্তিযুদ্ধে শহীদদেরও স্মরণ করেন রাজ্যপাল। ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় করার ডাক দেন তিনি। লোক ভবনে রাজ্যপালের আতিথেয়তায় আপ্লুত বলে জানান বাংলাদেশের প্রতিনিধিরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ