
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): কলকাতার রেস কোর্সে সোমবার দুপুরে বিজয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কম্যান্ড। উপস্থিত ছিলেন ইস্টার্ন কম্যান্ডের জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রাম চন্দর তিওয়ারি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় সেনার মারাঠা, মাদ্রাজ, শিখ রেজিমেন্টের সেনারা। ছিলেন প্যারা ট্রুপার কম্যান্ডো বাহিনীর সৈনিকরাও। অনুষ্ঠানে জেনারেল তিওয়ারি ১৯৭১ সালের ভারত পাক যুদ্ধে অংশ নেওয়া সৈনিক এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন করেন।
হিন্দুস্থান সমাচার / সংবাদ