“রাজ্যের অসহযোগিতায় শুরু হয়নি অশোকনগরের তেল উত্তোলন”
নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি .স.) : উত্তর ২৪ পরগনায় অশোকনগরের তৈলক্ষেত্র থেকে তেল তোলার ব্যাপারে অসহযোগিতার প্রশ্ন উঠল। সোমবার সংসদে উত্থাপিত শমীক ভট্টাচার্যের প্রশ্নের প্রেক্ষিতে উঠে এল ওএনজিসি-র পর্যবেক্ষণ। তাদের মতে, রাজ্য সরকার আর একটু সাহায্য কর
“রাজ্যের অসহযোগিতায় শুরু হয়নি অশোকনগরের তেল উত্তোলন”


নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি .স.) : উত্তর ২৪ পরগনায় অশোকনগরের তৈলক্ষেত্র থেকে তেল তোলার ব্যাপারে অসহযোগিতার প্রশ্ন উঠল। সোমবার সংসদে উত্থাপিত শমীক ভট্টাচার্যের প্রশ্নের প্রেক্ষিতে উঠে এল ওএনজিসি-র পর্যবেক্ষণ। তাদের মতে, রাজ্য সরকার আর একটু সাহায্য করলে কাজ এতদিনে শুরু হয়ে যেত। এই দেরির জন্য ১৭,৯২২ ঘনমিটার তেল উৎপাদন হাতছাড়া হয়েছে। ফলে রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশের জ্বালানি মানচিত্রে বাংলার জায়গা করে নেওয়ার সম্ভাবনাও কিছু পিছিয়ে পড়েছে।

এদিন পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে শমীকবাবু জানতে চান, রাজ্য সরকার কি ইচ্ছা করে দেরি করছে? কিন্তু তাৎপর্যপূর্ণ হল, হরদীপ সেই বিতর্ক ও চাপানউতোরে ঢুকতে চাননি। বরং জানিয়েছেন, এ মাসে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রের ‘এক্সচেঞ্জ অফ লেটার’ হয়েছে। অর্থাৎ কাজ এগোচ্ছে।

ওএনজিসি-র-র হিসেব অনুযায়ী, অশোকনগরের তৈলক্ষেত্র থেকে দিনে ৪৫ থেকে ৫০ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম চার বছরে ১৮,২৭৪ ঘনমিটার তেল উত্তোলনের লক্ষ্য ছিল। তবে হতাশ হওয়ার কিছু নেই। তেল ও গ্যাস যখন আছে তখন তা তোলা হবেই।

ওএনজিসি এরই মধ্যে উত্তর ২৪ পরগনায় ১৩টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩টি, নদিয়ায় ১টি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মোট ৫টি খনন ক্ষেত্র চিহ্নিত করেছে। বেশ কয়েকটি জায়গায় জমি লিজ নেওয়া ও প্রাথমিক প্রস্তুতির কাজ প্রায় শেষ। দেগঙ্গার চাপাটলা গ্রাম পঞ্চায়েত ও পূর্ব মেদিনীপুরের ভগবানপুর-২ ব্লকে অতিরিক্ত জমি নেওয়ার প্রক্রিয়াও চলছে।

প্রতিটি খনন ক্ষেত্রের জন্য প্রায় ৫ একর জমি প্রয়োজন হয়। ওএনজিসি সূত্রে জানা গিয়েছে, তেল ও গ্যাসের ভাণ্ডার রয়েছে প্রায় ২,৫০০ থেকে ৬,০০০ মিটার গভীরে। সমস্ত প্রযুক্তিগত সমীক্ষা শেষ হওয়ার পরই পূর্ণমাত্রায় উত্তোলন শুরু হবে। অনুমোদিত ফিল্ড ডেভেলপমেন্ট প্ল্যান অনুযায়ী, ১০ মাসের মধ্যে তেল উৎপাদন এবং প্রায় ১৭ মাসের মধ্যে গ্যাস উৎপাদন শুরু হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande