এসআইআর-এ গরমিলের নোটিশ যেতে পারে ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) আবেদনপত্রে গরমিলের জন্য ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠানো হতে পারে। সোমবার কমিশন সূত্রে এ খবর জানা গিয়েছে। আবেদনপত্র জমা নেওয়া শেষ হয়েছে। মঙ্গলবার খসড়া তালিকা প্র
এসআইআর-এ গরমিলের নোটিশ যেতে পারে ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে


কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স. ) : পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর)

আবেদনপত্রে গরমিলের জন্য ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠানো হতে পারে। সোমবার কমিশন সূত্রে এ খবর জানা গিয়েছে।

আবেদনপত্র জমা নেওয়া শেষ হয়েছে। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ হবে। তার আগে সোমবার কমিশন সূত্রে জানা গিয়েছে, উল্লেখিত সংখ্যার মধ্যে রয়েছে ‘আনম্যাপড’ ৩০ লক্ষ। এতে শুনানির জন্য ডেকে নথি দেখতে চাওয়া হবে। কমিশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যে হুলস্থূল পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনের।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই বা সেই ভোটার তালিকায় বাবা, মা, দাদু, দিদা বা পরিবারের কারও নাম নেই, এমন ২৪ লক্ষ ২১ হাজার ১৩৩ জনকে শুনানিতে ডাকা হতে পারে। যাদের বয়স ৪৫ বছরের বেশি এমন ২০ লক্ষ ৭৪ হাজার ২৫৬ জনকেও নোটিস দিয়ে ডাকা হবে।

৪৫ বছর কেন? কারণ, যাঁদের বয়স এখন ৪৫ তাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকার কথা। ২৩ বছর আগে শেষ বার এসআইআর হয়েছে রাজ্যে। কারও বয়স এখন ৪৫ হলে ২০০২ সালে তাঁর বয়স ছিল ২২ বছর। ১৮ বছর বয়সে ভোটার তালিকায় নাম ওঠার কথা। কিন্তু ৪৫ বছর বয়স হলেও যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না বা ২০০৬ সালে বিধানসভা ভোটের সময়ও যাঁদের নাম ভোটার তালিকায় ওঠেনি, তাঁদের নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে।

বাবার নামে অসঙ্গতি রয়েছে এমন ৮৫ লক্ষ ১ হাজার ৮৬ জনকে ডাকা হতে পারে শুনানিতে। আবার বাবার বয়স নিয়ে ধন্দ রয়েছে এমন ভোটারের সংখ্যাও প্রায় ২০ লক্ষ। তাঁরাও নোটিস পেতে পারেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande