তাপমাত্রা ওঠানামা চলছেই, জাঁকিয়ে শীত এখনও দূরেই
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বরের মাঝামাঝি এসে গেল। কিন্তু এখনও জাঁকিয়ে শীতের দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কোথাও এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। এই মুহূর্তে ঝপ করে পারদ নেমে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আপাতত তাপমাত্রার ওঠানামা চলবে।
শীত বাড়তেই গ্রাম বাংলায় চেনা ছবি, ব্যস্ততায় শিউলিরা


কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বরের মাঝামাঝি এসে গেল। কিন্তু এখনও জাঁকিয়ে শীতের দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। তাপমাত্রা কোথাও এখনও ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি। এই মুহূর্তে ঝপ করে পারদ নেমে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। আপাতত তাপমাত্রার ওঠানামা চলবে। খুব ঠান্ডা না থাকলেও, শীতের আমেজ রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বা দক্ষিণবঙ্গের কোথাও আগামী সাত দিন তাপমাত্রার হেরফেরের সম্ভাবনা নেই। কলকাতার আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। তবে একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে কুয়াশা থাকবে কলকাতাতেও। এ ছাড়া, দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে অবশ্য ঠান্ডা ভালোই রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande