অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ 'বিশ্ব ইজতেমা' হবে হুগলিতে, নির্দেশ মমতার
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সম্প্রতি ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছে ব্রিগেডে। তার পর এবার বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে মুসলিমদের ‘ইজতামার’ আয়োজন নিয়ে। হুগলির দাদপুর এলাকার পুইনান–পাণ্ডুয়ায় ছাব্বিশের শুরুতেই বসতে চলেছে মুসলিমদের বিশ্ব ইজতেমা। ২ থেকে ৫ জা
অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ 'বিশ্ব ইজতেমা' হবে হুগলিতে, নির্দেশ মমতার


কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সম্প্রতি ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছে ব্রিগেডে। তার পর এবার বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে মুসলিমদের ‘ইজতামার’ আয়োজন নিয়ে। হুগলির দাদপুর এলাকার পুইনান–পাণ্ডুয়ায় ছাব্বিশের শুরুতেই বসতে চলেছে মুসলিমদের বিশ্ব ইজতেমা। ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই ধর্মীয় সমাবেশ।

আয়োজকদের অনুমান, দেশ-বিদেশ মিলিয়ে ১৮ থেকে ২০ লক্ষ মুসলিমের সমাগম হতে পারে সেখানে। সোমবার এ ব্যাপারে নবান্নে বড় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ছিলেন রাজ্যের মন্ত্রী ববি হাকিম, জাভেদ খান, সিদ্দিকুল্লা চৌধুরী, অরূপ বিশ্বাস-সহ একাধিক ইমাম ও প্রশাসনিক কর্তারা।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, অনুষ্ঠান যেন সম্পূর্ণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন হয়। খাওয়া-দাওয়া, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে নিরাপত্তা, সব দিকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে হুগলি জেলা প্রশাসনকে। পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ও প্রশাসনিক নজরদারি রাখার কথাও বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, “এত বড় অনুষ্ঠানে কোনওরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। যাঁরা আসবেন, তাঁদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি প্রশাসনকে সতর্ক করে দেন, কোনও সমস্যার আশঙ্কা থাকলে আগাম ব্যবস্থা নিতে হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande