পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী যোগীর
লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.): পুণ্যতিথিতে লৌহপুরুষ সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে লখনউতে সর্দার প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যোগী আদিত্যনাথ। যোগী এদিন বলেন, আজ সমগ্র দেশ
পুণ্যতিথিতে সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রী যোগীর


লখনউ, ১৫ ডিসেম্বর (হি.স.): পুণ্যতিথিতে লৌহপুরুষ সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার সকালে লখনউতে সর্দার প্যাটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন যোগী আদিত্যনাথ। যোগী এদিন বলেন, আজ সমগ্র দেশ লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করছে এবং দেশের প্রতি তাঁর সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে।

মুখ্যমন্ত্রী যোগী বলেন, তিনি একজন সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, উচ্চশিক্ষা অর্জন করেছিলেন, যার পিছনে উদ্দেশ্য ছিল বিদেশী শাসনব্যবস্থায় চাকরি করা নয় বরং দেশ ও বিশ্বকে বুঝে ভারতমাতার চরণে নিজের প্রতিভার সুফল উৎসর্গ করা। তিনি স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বহুবার জেলের নির্যাতন সহ্য করেছিলেন। তিনি ভারত বিভাজনেরও তীব্র বিরোধিতা করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande