গাড়ির মধ্যে উদ্ধার যুবকের বস্তাবন্দি দগ্ধ দেহ
মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স.): গাড়ির মধ্যে উদ্ধার যুবকের বস্তাবন্দি দগ্ধ দেহ| অভিযোগ, গাড়ির মধ্যে একটি বস্তায় ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে। মহারাষ্ট্রের লাতুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার পুলিশ জ
গাড়ির মধ্যে উদ্ধার যুবকের বস্তাবন্দি দগ্ধ দেহ


মুম্বই, ১৫ ডিসেম্বর (হি.স.): গাড়ির মধ্যে উদ্ধার যুবকের বস্তাবন্দি দগ্ধ দেহ| অভিযোগ, গাড়ির মধ্যে একটি বস্তায় ঢুকিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই যুবককে। মহারাষ্ট্রের লাতুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম গণেশ চৌহান। একটি বেসরকারি ব্যাঙ্কের 'রিকভারি এজেন্ট' হিসেবে কাজ করতেন তিনি। রবিবার থেকে তাঁর খোঁজ মিলছিল না। এর পরেই ওই যুবকের পরিবারের লোকজন তাঁর খোঁজ শুরু করেন। পরে তাঁর গাড়িটি জ্বলন্ত অবস্থায় উদ্ধার হয়। দমকল এসে আগুন নেভানোর পরে গাড়ির আসনে বসানো অবস্থায় উদ্ধার হয় গণেশের বস্তাবন্দি দগ্ধ দেহ। কেন তাঁকে এ ভাবে খুন করা হল, তা নিয়ে ধোঁয়াশায় সকলে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande