
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.): সিসি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ফুটেজ দেখে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় আরও তিন ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতেরা হলেন বাসুদেব দাস, সঞ্জয় দাস এবং অভিজিৎ দাস। এর আগে দু'জনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল পুলিশ। এখনও পর্যন্ত বিশৃঙ্খলার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
সোমবার সকালে শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসুকে গ্রেফতারির কথা জানানো হয়। তাঁদের নাগেরবাজার এলাকা থেকে ধরা হয়েছিল। বিধাননগর দক্ষিণ থানায় রুজু করা কেসে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, মারধর-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ধৃতদের সোমবার বিধাননগর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ