ভূমিকম্পর আগাম সতর্কবার্তা মিলবে ‘ভূদেব’ অ্যাপে
পৌরি গাড়োয়াল, ১৫ ডিসেম্বর (হি.স.): ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদার করতে উত্তরাখণ্ড এর জেলা প্রশাসন ‘ভূদেব’ মোবাইল অ্যাপ ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। উত্তরাখণ্ড রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের তৈরি এই অ্যাপ ভূমিকম্পে
ভূমিকম্পর আগাম সতর্কবার্তা মিলবে ‘ভূদেব’ অ্যাপে


পৌরি গাড়োয়াল, ১৫ ডিসেম্বর (হি.স.): ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদার করতে উত্তরাখণ্ড এর জেলা প্রশাসন ‘ভূদেব’ মোবাইল অ্যাপ ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। উত্তরাখণ্ড রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের তৈরি এই অ্যাপ ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠাতে সক্ষম।

সোমবার অতিরিক্ত জেলাশাসক জানান, এই প্রযুক্তি মানুষকে সময়মতো নিরাপদ স্থানে সরে যেতে সাহায্য করবে এবং প্রাণহানি কমাতে সহায়ক হবে। দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের এক আধিকারিক বলেন , অ্যাপে ভূমিকম্প সংক্রান্ত দৈনিক তথ্য, ইন্টারঅ্যাকটিভ ম্যাপ ও জরুরি পরিস্থিতিতে এসওএস লোকেশন শেয়ার করার সুবিধা রয়েছে। জেলাশাসক সাধারণ মানুষকে নিজে অ্যাপটি ব্যবহার করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার আবেদন জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande