
আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলায় প্রকাশ্য দিবালোকে এক শিশুর গলার স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। সোমবার দুপুরে শহরের কৃষ্ণনগর এলাকায় এক রিকশাচালক শিশুর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর তৎপরতায় তাকে ধরে গণধোলাই দেওয়া হয়। পরে অভিযুক্তের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে এক মহিলা তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে পোস্ট অফিস চৌমুহনী থেকে রিকশায় করে কৃষ্ণনগরস্থিত অখিল ভারতীয় বানবাসী কল্যাণ আশ্রম সংলগ্ন এলাকায় তাঁর বোনের বাড়িতে যাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছে রিকশাচালক মহিলাকে ভাড়া বের করতে বলার অজুহাতে শিশুটিকে নিজের কোলে নিতে বলেন। বিশ্বাস করে মহিলা শিশুটিকে রিকশাচালকের কোলে দিয়ে ব্যাগ থেকে টাকা বের করতে উদ্যত হন। সেই সুযোগে অভিযুক্ত রিকশাচালক শিশুটির গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ঘটনাটি বুঝতে পেরে শিশুটি সঙ্গে সঙ্গে তার মাকে জানায়। শিশুর গলায় স্বর্ণের চেইন না দেখে মহিলা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। এরপর স্থানীয় যুবকরা রিকশাচালককে ধরে ফেলে। গণধোলাইয়ের পর অভিযুক্ত স্বর্ণের চেইনটি ফেরত দিতে বাধ্য হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিকশাচালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিন সাংবাদিকদের সামনে ঘটনার বিবরণ তুলে ধরেন ভুক্তভোগী মহিলা।
প্রকাশ্য দিবালোকে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজধানীতে ক্রমবর্ধমান চুরি ও ছিনতাইয়ের ঘটনায় পুলিশি তৎপরতা আরও জোরদার করার দাবি তুলেছেন স্থানীয়রা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ