
দুর্গাপুর, ১৫ ডিসেম্বর (হি. স.): দামোদর নদে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে বালি মাফিয়াদের হামলার মুখে পড়ল পুলিশ। গভীর রাতে বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত রনডিহা বালিঘাটে এই ঘটনায় তিন পুলিশকর্মী আহত হন। ঘটনার প্রেক্ষিতে ৩৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে সোনামুখী থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে উত্তরবেশিয়া পুলিশ ফাঁড়ির একটি দল রনডিহা ঘাটে অভিযান চালায়। সে সময় ৬–৭টি ট্রাক্টরে বালি পাচার চলছিল। পুলিশ একটি ট্রাক্টর আটক করে সিজার তালিকা প্রস্তুতের সময় আচমকা ৩৫–৪০ জন দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, পুলিশকর্মীদের মারধর করে আটক ট্রাক্টর ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
খবর পেয়ে সোনামুখী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আহত তিন পুলিশকর্মীকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছিনিয়ে নেওয়া ট্রাক্টরটি পুনরায় উদ্ধার করে পুলিশ।
সোমবার পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজের ভিত্তিতে ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। তারা বুদবুদ থানার চাকতেঁতুল, শাঁকুড়ি ও শালডাঙা গ্রামের বাসিন্দা। পাশাপাশি আরও ২৫ জন অজ্ঞাতপরিচয় অভিযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১১ মার্চেও একই এলাকায় অবৈধ বালিঘাটে অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছিল। ধারাবাহিক হামলার ঘটনায় এলাকায় অবৈধ বালি উত্তোলন ও পাচার ঘিরে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দামোদরের রনডিহা ও শালডাঙা এলাকায় দিনরাত অবাধে বালি তোলা হচ্ছে, ফলে নদীভাঙন ও চাষের জমি ক্ষতির আশঙ্কা বাড়ছে।
এদিন সোনামুখী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা