
আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : এনএসএস-এর মহিলা মহাবিদ্যালয় ইউনিটের উদ্যোগে সোমবার এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরার ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিংকু রায়, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্য এবং স্থানীয় কর্পোরেটর হিমানী দেববর্মা।
ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস) ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের একটি কেন্দ্রীয় প্রকল্প। “সেবার মাধ্যমে শিক্ষা” — এই নীতির উপর ভিত্তি করে ১৯৬৯ সালে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রকল্পের সূচনা হয়। এনএসএস-এর মূলমন্ত্র “আমি নই, তুমি”, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সমাজের প্রতি দায়বদ্ধতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। এই ক্ষেত্রে রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
সোমবার আয়োজিত সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করে ক্রীড়া মন্ত্রী টিংকু রায় বলেন, যুবসমাজের আত্মনির্ভরতা গড়ে তোলা এবং স্থানীয় সমস্যার সমাধানে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি নেশামুক্ত ত্রিপুরা গড়ে তোলা, বৃক্ষরোপণ এবং স্বচ্ছ ভারত অভিযানকে বাস্তব রূপ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে মন্ত্রীকে কাছে পেয়ে উৎসাহিত হন মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবিকারা। কর্মসূচির মাধ্যমে যুবসমাজের মধ্যে সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ আরও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করা হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ