
আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : রবীন্দ্র স্মৃতিবিজড়িত ত্রিপুরার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমি সোমবার ১৬৩ বছর অতিক্রম করে ১৬৪ বছরে পদার্পণ করল। এই উপলক্ষ্যে উমাকান্ত একাডেমি এলামনির উদ্যোগে রাজধানী আগরতলায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় দুটি ট্যাবলুর মাধ্যমে বিদ্যালয়ের দীর্ঘ ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট আইনজীবী তথা উমাকান্ত একাডেমির প্রাক্তন ছাত্র সন্দীপ দত্ত চৌধুরী স্মৃতিচারণ করে জানান, তিনি ১৯৭৫ ব্যাচের ছাত্র। বিদ্যালয় ছাড়ার প্রায় পাঁচ দশক অতিক্রান্ত হলেও এখনও উমাকান্ত একাডেমির প্রতি তাঁর গভীর টান ও ভালোবাসা অটুট রয়েছে। তিনি বলেন, প্রবীণ প্রাক্তনীদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হতে পারাই এই পথচলার সবচেয়ে বড় আনন্দ।
এলামনি কমিটির সভাপতি শুভব্রত দেব জানান, প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা।
উমাকান্ত একাডেমির প্রতিষ্ঠা দিবস ঘিরে আয়োজিত এই কর্মসূচি বিদ্যালয়ের ঐতিহ্য, ঐক্য ও প্রাক্তন-বর্তমান ছাত্রদের মিলনমেলায় পরিণত হয়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ