শালবনিতে কয়েকশো রাউন্ড কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মেদিনীপুর, ১৫ ডিসেম্বর (হি. স.) : সোমবার কয়েকশো রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে । জানা যায়, প্যাকেটে জড়ানো অবস্থায় ওই কার্তুজগুলি রাখা ছিল। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের আধিকারিকরা। কীভা
শালবনিতে কয়েকশো রাউন্ড কার্তুজ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


মেদিনীপুর, ১৫ ডিসেম্বর (হি. স.) : সোমবার কয়েকশো রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে । জানা যায়, প্যাকেটে জড়ানো অবস্থায় ওই কার্তুজগুলি রাখা ছিল। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশের আধিকারিকরা। কীভাবে এত কার্তুজ সেখানে এল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গেছে, শালবনির জামারিয়া মৌজার আসনাশুলি এলাকায় মূলত আদিবাসী মানুষের বসবাস । অন্যান্য দিনের মতোই এদিন ইঁদুর ধরতে মাটি কাটছিলেন স্থানীয় মানুষজন। সেই সময় প্যাকেট জড়ানো অবস্থায় বেশ কিছু জিনিস দেখতে পান। প্রথমে সেগুলি কার্তুজ বুঝতে না পারলেও, প্যাকেট খুলতেই স্পষ্ট হয় সেগুলি কার্তুজ। খবর পেয়েই আসে পুলিশ। উদ্ধার করা হয় প্যাকেটে জড়ানো কার্তুজগুলি।

পুলিশ সূত্রে খবর, এদিন প্রায় ৬০০ রাউন্ডের বেশি কার্তুজ উদ্ধার হয়েছে। আর কোনও কার্তুজ লুকানো অবস্থায় রয়েছে কিনা তাও পুলিশের তরফে খতিয়ে দেখা হবে বলে জানা যাচ্ছে

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande