
কুল্লু, ১৫ ডিসেম্বর (হি.স.) : হিমাচলের লাহৌল-স্পিতি জেলার তুষার বিন্দু শিনকুল পাসে বরফে ঢেকে যাওয়ায় পর্যটকরা ভিড় জমিয়েছেন। ফটোগ্রাফি, ভিডিও ও খেলার মধ্যে দিয়ে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন তাঁরা।
পাহাড়ি এলাকায় শীত তীব্র, লাহৌলে তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস, স্পিতিতে আরও কম। শীতের কারণে নদী ও জলাধার বরফে ঢেকে গেছে, যার জেরে জল সংগ্রহে সমস্যা হচ্ছে। কিছু রাস্তা বরফের জেরে বন্ধ থাকলেও সীমা সড়ক সংস্থা প্রধান পথ খোলা রাখার চেষ্টা করছে। জেলা প্রশাসন পর্যটক ও স্থানীয়দের অপ্রয়োজনীয় যাত্রা এড়াতে এবং গরম কাপড়, হিটিং ব্যবহার করার পরামর্শ দিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে সোমবার জানা গেছে পরবর্তী কয়েক দিনে শীতের তীব্রতা কমার আশা নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য