বিহারের ভাগলপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী
ভাগলপুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিহারের ভাগলপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জামালপুর রেলস্টেশন চত্বরে টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয় । তাঁরা ওই ব্যক্তিকে থামা
বিহারের জামালপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী


ভাগলপুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : বিহারের ভাগলপুরে পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার । এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জামালপুর রেলস্টেশন চত্বরে টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে দেখে পুলিশের সন্দেহ হয় । তাঁরা ওই ব্যক্তিকে থামার নির্দেশ দিলে সে পুলিশকে দেখামাত্রই পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ওই ব্যক্তিকে ধাওয়া করে এবং অবশেষে তাকে গ্রেফতার করে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অবৈধ পিস্তল ও একটি মোবাইল ফোন ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ধৃত ব্যক্তি মুঙ্গেরের বাসিন্দা , বয়স ১৯ বছর । এর আগেও তার বিরুদ্ধে চুরি - ছিনতাইয়ের অভিযোগে মামলায় দায়ের করা হয়েছে । তবে এই ঘটনার সঙ্গে আরও কোনও ব্যক্তি যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande