
মির্জাপুর, ১৬ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে ঘটলো এক পথ দুর্ঘটনা । ঘটনাটি ঘটেছে সোমবার রাতে , মির্জাপুরের আদালহাট থানার অন্তর্গত সিকিয়া গ্রামের সামনে নারায়ণপুর ওভারব্রিজে । মৃতের নাম বল্লু যাদব (৮০) । তিনি সিকিয়া গ্রামের বাসিন্দা । পলাতক ট্রাক চালক ।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে ওই বৃদ্ধ সাইকেলে করে বাড়ি ফিরছিলেন । সেই সময় বারাণসী থেকে সৌনভদ্রগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে ধেয়ে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বৃদ্ধের সাইকেলে । দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হন ওই বৃদ্ধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধটিকে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক