এসআইআর বিজেপির সুচিন্তিত কৌশল ও ষড়যন্ত্র : অখিলেশ যাদব
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, এসআইআর বিজেপির সুচিন্তিত কৌশল ও ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে মঙ্গলবার দিল
অখিলেশ যাদব


নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, এসআইআর বিজেপির সুচিন্তিত কৌশল ও ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ প্রসঙ্গে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ বলেন, এসআইআর হলো বিজেপির একটি সুপরিকল্পিত কৌশল এবং ষড়যন্ত্র। এর মাধ্যমে, তারা এনআরসি নিয়ে সরাসরি যা করতে পারেনি তা সম্পন্ন করেছে। বিজেপি নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করছে এবং যেসব এলাকায় তারা হেরে যাচ্ছে সেখান থেকে ভোট কেটে নিচ্ছে।

অখিলেশ আরও বলে, উত্তর প্রদেশে তাদের মুখ্যমন্ত্রী তালিকায় ভোট যোগ করছেন। এতে কি গণতন্ত্র শক্তিশালী হবে নাকি দুর্বল হবে? আমরা নিজের চোখে নির্বাচনে কারচুপি হতে দেখেছি এবং আমরা কিছুই করতে পারিনি। লোকসভা নির্বাচনের আগে, ফারুখাবাদের জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল, ফলাফল সমাজবাদী পার্টির পক্ষে নয়, বিজেপির হতে পক্ষে হবে। একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল, বারবার লাঠি ব্যবহার করা হয়েছিল এবং জেলাশাসক এবং এসএসপি ঘুষ নিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande