অনিকেতের বদলি, রাজ্যকে দু'সপ্তাহ সময় দিল হাই কোর্ট
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)। আর জি কর হাসপাতালের চিকিৎসক অনিকেত মাহাতোর বদলি সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যকে দু''সপ্তাহ সময় দিল কলকাতা হাই কোর্ট ৷ মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আ
অনিকেতের বদলি, রাজ্যকে দু'সপ্তাহ সময় দিল হাই কোর্ট


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি স)। আর জি কর হাসপাতালের চিকিৎসক অনিকেত মাহাতোর বদলি সংক্রান্ত আদালত অবমাননার মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যকে দু'সপ্তাহ সময় দিল কলকাতা হাই কোর্ট ৷

মঙ্গলবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ জানিয়েছে, শীর্ষ আদালত রাজ্যকে দু'সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে আরজি কর হাসপাতালে যোগদান করাতে নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী রাজ্যকে দু'সপ্তাহ পরে আদালতে জানাতে হবে, তারা কী পদক্ষেপ করেছে৷

এদিন চিকিৎসক অনিকেত মাহাতোর আইনজীবী সুপ্রিম কোর্টের নির্দেশের কপি বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমা দেন। তারপরই বিচারপতি জানন, আগামী ২ জানুয়ারি রাজ্য শীর্ষ আদালতের নির্দেশ মেনে পদক্ষেপ করেছে কি না, তা জানাতে হবে৷

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ হাসপাতালে বদলির নির্দেশ খারিজ করে দেয় বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চ৷

বিচারপতির পর্যবেক্ষণ ছিল, অনিকেতের এই পোস্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য দফতরের সচিব যথাযথ বিধি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর/এসওপি মানেননি ৷ অনিকেতকে অবিলম্বে আরজি কর হাসপাতালে কাজে যোগদানের নির্দেশ দেন বিচারপতি ৷

একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আবেদন জানায়৷ ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশই বহাল রাখে৷ কিন্তু রাজ্য এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷

দুপক্ষের নির্দেশ শুনে অনিকেতের বদলির সিদ্ধান্ত খারিজ করে দেয় হাইকোর্ট৷ তা রূপায়িত না হয়ে অনিকেতের তরফে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande