
বাঁকুড়া, ১৬ ডিসেম্বর (হি.স.) : খসড়া ভোটার তালিকা প্রকাশে বাঁকুড়া জেলায় প্রায় দেড় লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গেছে, প্রকাশিত খসড়া তালিকায় মোট ১ লক্ষ ৩২ হাজার ৮২১ জন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এর ফলে জেলায় মোট ভোটারের সংখ্যা ৩০ লক্ষ ৩৩ হাজার ৮২৩ থেকে কমে দাঁড়িয়েছে ২৯ লক্ষ ১ হাজার ৯ জনে।
সবচেয়ে বেশি ভোটার বাদ পড়েছে বাঁকুড়া সদর বিধানসভা কেন্দ্রে। সেখানে আগের তালিকায় ভোটারের সংখ্যা ছিল ২ লক্ষ ৮১ হাজার ৩৪৬। এসআইআর আবেদনের পর খসড়া তালিকায় তা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৯৯১। অর্থাৎ, এই কেন্দ্রেই ২২ হাজারেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে।
জেলার বাকি ১১টি বিধানসভা কেন্দ্রে যেখানে গড়ে ১০ থেকে ১২ হাজার ভোটারের নাম বাদ পড়েছে, সেখানে ইন্দাস, সোনামুখী, কোতুলপুর ও তালডাংরায় সংখ্যাটি তুলনামূলকভাবে কম। সদর কেন্দ্রে বাদ পড়া ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ হওয়ায় রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
নির্বাচন দফতর সূত্রে জানানো হয়েছে, বাদ পড়া ভোটারের মধ্যে মৃত এবং অন্যত্র স্থায়ীভাবে চলে যাওয়া ভোটারও রয়েছেন। তবে যাঁরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও খসড়া তালিকায় নিজেদের নাম খুঁজে পাননি, তাঁরা খসড়া তালিকা প্রকাশের দিন থেকে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন জানাতে পারবেন।
এদিকে, জেলার মতো এলাকায় প্রায় দেড় লক্ষ ভোটারের নাম বাদ পড়লেও এ বিষয়ে এখনও পর্যন্ত শাসক বা বিরোধী দলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক শাসক দলের এক নেতা বলেন, “বিষয়টি খুঁটিয়ে না দেখে মন্তব্য করা ঠিক হবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট